Media School

Dhaka    Thursday, 26 December 2024

By নুসরাত জাহান

অর্বাচীনের অনন্তযাত্রা...

Media School November 24, 2020

`Struggling Mind` by Manasi Patankar Vaishampayan

মানুষের ভাবনাগুলোর সাথে বাস্তবতার মিল অধিকাংশ সময় প্রায় নেই বললেই চলে। মানুষ কি এটা জানে না? জানে বলেই তার মধ্যে অস্বীকার করার প্রবণতাটাও যেন বেশি। আর এটাই কি তার জন্য কাল?...

বাস্তবতাটা সবসময় খুব রূঢ় হয়; তাই তো জেনে-বুঝেও মানুষ তা অস্বীকার করতে চায়। ভাবটা এমন, যেন ঝড়ের কবলে পড়া উটের মতো বালুতে মুখ গুঁজে রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু, জীবন যে গোলাপশয্যা নয়, এ বোধটা জাগে গোলাপের কাঁটার খোঁচায়! তখন বাধ্য হয়েই তাকে মেনে নিতে হয়, আসলে যেভাবে সে ভেবেছিলো, সেভাবে হবে না, হওয়া সম্ভব না; জীবন এতো সহজ না!

জীবন, হায়রে জীবন... কে এই জীবন চেয়েছিলো, কে চায়? না চাইতেই পাওয়া এ জীবনের পদে পদে বাস্তবতার কঠোর কষাঘাতে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পরও জীবনের প্রতি কেমন এক মায়া জন্মে যায়! এতো শত অসহ্য সব ঘটনা জীবনে ঘটে যাওয়ার পরও মরতে মন চায় না, ছেড়ে যেতে ইচ্ছে করে না সুন্দর এ ভুবন; এ এক ভ্রান্তিকর দোলাচল যেন! বোঝার সাধ্য কি আছে ‘মানুষের’ মতো এমন নশ্বর জীবের?

নশ্বর যদিও সে, তারপরও এই মানুষই তো এগিয়ে যায়, এগিয়ে যাচ্ছে, প্রতিদিন, প্রতিনিয়ত... হাজারো প্রতিকূলতাকে মেনে নিয়ে, হাজারো বাধা ডিঙ্গিয়ে... কারণ, বাঁচতে হলে সংগ্রাম করতে হবে... কারণ, নিজের মতো করে তো কিছু হবে না; কঠিন বাস্তবতা পদে পদে এসে বাধা সৃষ্টি করবে; নিজের চিন্তার, ইচ্ছার, চাওয়ার মোড় ঘুরিয়ে দিয়ে এমন এক অবস্থার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেবে, যেখানে আসলে অসহায়ের মতো কিংকর্তব্যবিমূঢ় হওয়া ছাড়া আর কিছু করার থাকে না। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও মানুষ ঘুরে দাঁড়ায়; দিশেহারার মতো ভাসতে ভাসতে হাতের সামনে পাওয়া খড়কুটোই তখন বড় সহায়... এভাবেই মানুষ বাঁচার আপ্রাণ চেষ্টা করে; যতটুকু সময়ই তার আর থাকুক না কেন, সব বাস্তবতা মেনে নিয়ে সেটাকেই নিজের মতো করে সাজাতে চায়, এর মধ্যেই সুখ খুঁজে পাওয়ার, এ থেকেই হাসি-আনন্দ সন্ধানের চেষ্টা করে যায়; কারণ, তারপরও- ‘জীবন যে বড় সুন্দর!’

নুসরাত জাহান : লেখক ও গবেষক।